
রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও জাতীয় প্রেস কাব এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল জুমার নামাজের পরপরই মিছিল বের করেন হিযবুত তাহরীর সদস্যরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লেই শুরু হয় সংঘর্ষ। মুক্তাঙ্গনে হিজবুত তাহরীরের নির্ধারিত সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে ওই সব এলাকা রণেেত্র পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের শতাধিক টিয়ার শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলিতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পুরানাপল্টনের সুমন নামে (৪০) এক ব্যক্তির অবস্থা আশঙ্কজনক। ঘটনার পরপর ওই সব এলাকা থেকে হিযবুত তাহরীর কর্মী সন্দেহে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।