সুখী বিবাহিত জীবনের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করা খুবই প্রয়োজন। একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করা কোনো সহজ কাজ নয়। এজন্য বিবেচনা করতে হয় অনেকগুলো বিষয়। আপনার উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের আগে এ লেখায় দেয়া পয়েন্টগুলো অবশ্যই বিবেচনা করে নেবেন।
১. তার সঙ্গে যোগাযোগে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি?
২. দুজনের আগ্রহের মিল আছে কি?
আপনি যদি ধীরস্থিরমনস্ক মানুষ হন আর আপনার সঙ্গী একজন দ্রুতমনস্ক মানুষ হন, সেটা আপনাদের বিয়ের জন্য একটা হুমকি হতে পারে। তাই কোনো সম্পর্কে জড়ানোর আগেই চিন্তা করতে হবে আপনাদের মানসিকতার কতোটা মিল ও অমিল আছে।
৪. সামাজিক অবস্থান ও স্ট্যাটাসের গুরুত্ব
৫. একে অন্যর প্রতি সম্মান
৬. আপনার হবু কতোটা বিশ্বাসযোগ্য?
দুজনের একধরনের আগ্রহের পাশাপাশি যে আপনার প্রতি সময় দেয় এবং যার সঙ্গে সময় কাটাতে আপনি আগ্রহবোধ করেন এমন মানুষ খুঁজে বের করতে হবে। তাহলেই কেবল আপনার জীবনসঙ্গী নির্বাচন সার্থক হবে।