টিভি পর্দায় আসছে বাংলার সিনেমার পরিবর্তক অনন্তর ট্যালেন্ট হান্ট!

0

talent Huntঅনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’। বেশ কয়েক মাস আগে ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য শিল্পী বাছাইয়ের কাজও শুরু করেছিল তার প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। ‘ট্যালেন্ট হান্ট’ নামে এক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল এই কার্যক্রম, যা প্রায় শেষের পথে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানাতেই গতকাল সকালে এফডিসিতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। ট্যালেন্ট হান্ট শুধু নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয় উল্লেখ করে অনন্ত বলেন, ‘আমি মনে করি, ড্যানিশ-মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট ব্যক্তিপর্যায়ে বাংলাদেশের প্রথম প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান। এটা শুধুই নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয়। এর মাধ্যমে আমরা অন্যান্য অভিনয়শিল্পী খোঁজার কাজটিও করব, যা আমাদের পরবর্তী ছবি দ্য স্পাই মুক্তির পর সবাই টের পাবেন।’ শিগগিরই এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদের মধ্যে আছেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, বিক্রয় ও বিপণন প্রধান শামসুল হুদা, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিনসহ আরও অনেকে।

১৫ টি আর্টিস্ট ১৫ টি ক্যাটাগরিঃ নায়ক, নায়িকা, বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, ভাই, শালা, বাবা, মা, দাদা, দাদী, ভিলেন/গুন্ডা/ডন (ছেলে ও মেয়ে), আইটেম গান কন্যা, সাইড নায়িকা।

চোখ রাখুন ফেসবুকের পাতায়ঃ Talent Hunt

এইচএন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More