
ঢাকাঃ সামান্য একজন কেয়ারটেকারের স্ত্রী শিউলি বেগম (২৭)।. স্বামী আবুল কাশেমের মাসিক আয় মাত্র সাত হাজার টাকা। তা দিয়েই তিন সন্তানসহ চলে তাদের সংসার। বাড়ির মালিক বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন তার জীবদ্দশায় বাড়ির নিচ তলার একটি রুমে থাকতে দিয়েছিলেন ওই পরিবারটিকে। তার মৃত্যুর পর বাবার ওই মহানুভবতা থেকে সরে আসেননি তার সন্তানেরা। তাই ওই পরিবারটি এখনো থাকছে সেই রুমে। অন্তত বিনা ভাড়ায় রাজধানীতে থাকতে পারছে পরিবারটি। সেই থাকাটিই কাল হলো শিউলি বেগমের।