চট্টগ্রাম নগরী থেকে ছাত্রশিবিরের ১৮ কর্মীকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইন চার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, অনন্যা আবাসিক এলাকায় একটি খালি প্লটে রাতের আঁধারে বৈঠক করছিল শিবিরের নেতকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছি। এদের মধ্যে কয়েকজন শিবিরের দায়িত্বশীল নেতা থাকতে পারেন। আমরা যাচাইবাছাই করছি।