জাম্বিয়ার পর এবার বাংলাদেশে বন্ধ হচ্ছে কেইমু ডটকম । আন্তর্জাতিক মার্কেটপ্লেস ইবে ডটকম এর ক্লোন করা রকেট ইন্টারনেট এর ই-কর্মাস প্রতিষ্ঠান কেইমু ডটকম বাংলাদেশে কর্মী সংখ্যা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে।
শুধু কর্মী ছাঁটাই নয়, প্রতিষ্ঠানটির কয়েকটি বিভাগও বন্ধ হয়ে যাচ্ছে। আর অভ্যন্তরীণ এমন অস্থিরতা নিয়েই দেশে ব্যবসার তৃতীয় বছর শুরু করতে যাচ্ছে রকেট ইন্টারনেটের ভেঞ্চার কেইমু ডটকম ডটবিডি।
নভেম্বর মাস থেকে এই ছাঁটাই শুরু হচ্ছে। ওই মাসেই বাংলাদেশে কাজ শুরু করার তৃতীয় বর্ষপূর্তি হবে মার্কেটপ্লেসটির।
কেইমুর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) জুলকারনাইন জানিয়েছেন, প্রয়োজন ফুরিয়ে যাওয়া ও কোম্পানিকে ঢেলে সাজাতে (রি-স্ট্রাকচার) এই কর্মী ছাঁটাই।
তিনি বলেন, আমরা এটাকে কর্মী ছাঁটাই বলবো না। আসলে কেইমুকে ঢেলে সাজাতে কিছু বিভাগ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। সেসব বিভাগ বন্ধ করে দেওয়া হচ্ছে।
কেইমুর এই ডিএমডি জানান, শুরুর দিকে কেইমুতে সেলার (মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রেতা) পেতে বেশকিছু কর্মী কাজ করতো। এখন তাদের আর প্রয়োজন নেই। কারণ বর্তমানে কেইমুতে প্রায় দশ হাজার সেলার তাদের পণ্য বিক্রি করেন।
প্রায় ৭০ জন কর্মী নিয়ে ২০১৩ সালে বাংলাদেশে ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে কাজ শুরু করে কেইমু।
এদিকে এসব বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই অনেক কর্মী স্বেচ্ছায় কাজ ছেড়ে দিয়েছেন। তবে যারা ছাড়েননি গত বৃহস্পতিবার ও রোববার কোম্পানির পক্ষ থেকে তাদের কাজের সময়সীমা জানিয়ে দেয়া হয়। এই কর্মীরা নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত কাজে বহাল থাকবেন।
ঠিক কতজন কর্মী ছাঁটাই করছে তার সঠিক হিসাব আনুষ্ঠানিকভাবে কেইমু কর্তৃপক্ষ না জানালেও এই সংখ্যা প্রায় ৩০ জন বা তার অধিক হতে পারে বলে জানা গেছে।
মার্কেটপ্লেসটিতে এখন প্রায় এক লাখ ইলেকট্রনিক্স গ্যাজেট, পোশাক, ব্যাগ, হোম যন্ত্রপাতি, কম্পিউটার, স্মার্টফোন, গিফট আইটেমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে।