সৌদি আরবের একটি শপিং মলে তরুণীদের মঙ্গে সেলফি তোলায় গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের জনপ্রিয় অভিনেতা ও টিভি উপস্থাপক আব্দুল আজিজ আল- কাসারকে। আর এ সময় সৌদির ধর্মীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে টিশার্টের কলার ধরে টেনে বের করে আনে।
গত শুক্রবার সন্ধ্যায় নাখিল শপিং মলে তার উপস্থিতিতে তরুণ তরুণী ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা দেখা যায়। জনপ্রিয় ওই তারকার সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য কাসারকে ঘিরে ফেলে তারা। তখন সাদা পোশাক পড়া সৌদির ধর্মীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবার মধ্য থেকে তার টিশার্টের কলার ধরে টেনে বের করে আনে।
তার ফোন বায়জাপ্তো করে একটি রুমে আটকে রাখা হয়। জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, তরুণীদের সঙ্গে মেলামেশা করা ও সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলা অবস্থায় তাকে এখন জামিন মুক্তি দেয়া হয়েছে।