 রেইলার ও প্রথম গানের উত্তাপ কমতে না কমতেই এবার প্রকাশ পেয়েছে হেট স্টোরি থ্রি সিনেমার প্রথম দ্বিতীয়। দ্বিতীয় গানেও যথারীতি নায়ক করণ সিং গ্রোভার সঙ্গে খুব অন্তরঙ্গ আর খোলামেলা পোশাকে নিজেকে তুলে ধরেছেন ডেইজি শাহ।
রেইলার ও প্রথম গানের উত্তাপ কমতে না কমতেই এবার প্রকাশ পেয়েছে হেট স্টোরি থ্রি সিনেমার প্রথম দ্বিতীয়। দ্বিতীয় গানেও যথারীতি নায়ক করণ সিং গ্রোভার সঙ্গে খুব অন্তরঙ্গ আর খোলামেলা পোশাকে নিজেকে তুলে ধরেছেন ডেইজি শাহ।
গতকাল ইউটিউবে ‘তু ইশকে মেরা’ নামে দ্বিতীয় গান প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ছে শিখরে। এককথায় সেনসেশনাল! হেট স্টোরি থ্রি-র ট্রেলর ও দুটি গান প্রকাশ হওয়ার পর সিনে বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন প্রথম ঘৃণা, দ্বিতীয় ঘৃণার গল্প থেকে আরও বেশি ঘৃণ্য, আরও বেশি স্মার্ট হতে চলেছে হেট স্টোরি থ্রি।
এর আগে প্রকাশ পায় যৌনতা আর অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর হেট স্টোরি থ্রি-র ট্রেইলার। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বলিপাড়ায়। আলোচনায় আসেন সিনেমার নায়িকা ডেইজি শাহ ও জেরিন খানরা। রেকর্ড বলছে, ইউটিউবে এরই মধ্যে এক কোটিরও বেশি দর্শক দেখেছেন এ ট্রেইলার। হেট স্টোরি থ্রি-তে ডেইজি শাহ, জেরিন খান ছাড়াও দেখা যাবে শারমান জোশি ও করণ গ্রোভারকে।
 
			