দেশের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা নোমান আহমদ ইন্তেকাল করেছেন। শনিবার বিকাল ৪.৫০ মিনিটে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাজারো ছাত্র ও ভক্তবৃন্দের উপস্থিতিতে রাত ১০.৩০ মিনেটে মুহাম্মদপুর সাতমসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পর তার লাশ চাঁদপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তিনি ছিলেন ইসলামি সাহিত্য জগতের কালজয়ী পুরুষ। হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বোখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থ নসরুল বারী ও দরসে তিরমিযীর অনুবাদসহ প্রায় অর্ধশতেরও বেশি গ্রন্থ রচনা করেন মাওলান নোমান আহমদ। এ ছাড়া জামিয়া রাহমানিয়ায় ২৭ বছর শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি নানা মাদ্রাসায় শাইখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন।
Prev Post