ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক্সিকিউটিভ (স্টোর) ও এক্সিকিউটিভ (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) পদে আবেদনের আহ্বান জানিয়েছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত :
এক্সিকিউটিভ (স্টোর)
এমফার্ম অথবা এমএসসি পাস এবং কর্মক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন এক্সিকিউটিভ (স্টোর) পদে। আবেদনের জন্য বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর। পদটিতে নিয়োগ দেওয়া হবে গাজীপুরে। আবেদন করা যাবে ১০ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
এক্সিকিউটিভ (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
এমফার্ম, রসায়নে এমএসসি, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রিতে সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের বয়সসীমা ২৫ থেকে ৩০ বছর। গাজীপুরের অভ্যন্তরে শূন্য এই পদে আবেদন করা যাবে ১০ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা খামের ওপরে পদের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, তিন কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ আবেদন করতে পারবেন ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাসা-৪১, রাস্তা-১০/এ, ধানমণ্ডি আর/এ, ঢাকা-১২০৯’ ঠিকানায়।
সূত্র : বিডিজবস ডটকম