বেজায় মুশকিলে পড়েছেন ‘ডার্লিং ডোন্ট চিট’ সিনেমার নির্মাতারা। আগামী ৩০ অক্টোবর সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু বিপত্তি বাঁধিয়েছে সেন্সরের কাঁচি। এই থ্রিলারের বেশ কয়েকটি দৃশ্য ছাঁটতে বলেছে সেন্সর বোর্ড। এ ছাড়াও বেশ কিছু ডায়লগও মিউট করতে বলা বলা হয়েছে। এই অবস্থায় নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন নির্মাতারা।
সিনেমার নির্দেশক-নির্মাতা রাজকুমার হিন্দুস্তানি জানিয়েছেন, ছবির প্রচারে আমরা ভালো সাড়া পাচ্ছিলাম। কিন্তু সেন্সর বোর্ডের নির্দেশ আমাদের পক্ষে বড় ধাক্কা। এখন আমরা দোলাচলে রয়েছে। ছবির মুক্তির বিষয়ে কী করা যায়, তা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
তিনি আরও বলেছেন, বিষয়ের দিক থেকে সিনেমাটি সাহসী, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে রয়েছে বেশ কিছু রগরগে দৃশ্য। কিন্তু সিনেমার চিত্রনাট্য অনুযায়ীই ওই দৃশ্যগুলি রাখা হয়েছে। এ ভাবে সিনেমায় কাঁচি চালানো ও সংলাপ মিউট করার নির্দেশকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি। রাজকুমার বলেছেন, এখন তাঁরা ইউ/এ শংসাপত্র আদায়ের চেষ্টা করছেন।
রাজকুমারের দাবি, প্রাপ্তবয়স্কদের কাছে সিনেমাতে কোনও কিছু আপত্তিকর বিষয় নেই। তাই দৃশ্য ও সংলাপগুলি অটুট রেখে নির্ধারিত দিনে সিনেমার মুক্তির চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।