প্রয়াত চাষী নজরুলের সর্বশেষ সিনেমা ‘অন্তরঙ্গ’

0

Antorangoপ্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা অন্তরঙ্গ। সিনেমাটি আগামী ৬ নভেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল ৩ নভেম্বর ইউটিউব চ্যানেলে ৩ মিনিট ৩৩ সেকেন্ডের অফিসিয়াল ট্রেইলার প্রকাশিত হয়েছে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হচ্ছে মডেল, অভিনেত্রী আলিশা প্রধানের। এ সিনেমায় আলিশার বিপরীতে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক ইমন। এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে।

আলিশা প্রধান রাইজিংবিডিকে বলেন, ‘অন্তরঙ্গ সিনেমাটি এরই মধ্যে ৫০টি প্রেক্ষাগৃহে বুকিং দেয়া হয়েছে। আশা করছি, ৮০-১০০টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।’

গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করেন আলিশা। একই নির্মাতার ভুল যদি হয় ও অজান্তে ভালোবাসা শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন আলিশা। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More