২১ মে, ১৯৯১ শ্রীপেরুমবুদুর। আতাতয়ীদের মানব বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দেহ। সেই ঘটনার সঙ্গে যুক্ত তিন আতাতয়ী সান্থান, মুরুগান এবং পেরারিভালনকে দোষী সাব্যস্ত করে ২০০০ সালে ফাঁসির সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে ক্ষমা ভিক্ষার আর্জি জানানো হয় এদের পক্ষে থেকে। কিন্তু সেই আর্জির শুনানি পিছোতে পিছোতে অবশেষে রায় পায় ২০১৪-এ এসে। ৪ ফেব্রুয়ারি অপরাধীদের আর্জি শোনার পর রায় ঘোষণার দিন ধার্য করা হয় ১৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার সকালে অবশেষে সেই রায় শোনালেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি পি সাথাশিবম।
রায়তে জানানো হয়েছে ধৃত তিন অপরাধীর ফাঁসির সাজা রদ করা হয়েছে। তার পরিবর্তে তাদের শোনানো হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। ক্ষমাভিক্ষার আর্জি বিবেচনার বিলম্বের কারণেই দণ্ডাদেশের এই পরিবর্তনের কারণ হিসেবে জানানো হয়েছে। যদিও এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ। জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। – সংবাদ সংস্থা