যৌতুক দাবি করার অভিযোগে চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী সংগীতশিল্পী ঊমা খান। হেলাল খান ৬০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলে জানান ঊমা।
ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বৃহস্পতিবার ঊমা খান বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হেলাল খানকে ৩ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, হেলাল খান ৭ ডিসেম্বর তার স্ত্রীর কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ টাকা) যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় তাকে মারধরও করা হয়।