নতুন একটি চলচ্চিত্রে আইটেম নাম্বার নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় মডেল নায়লা নাঈম। ছবির নাম ‘টার্গেট’। পরিচালক সাইফ চন্দন। সম্প্রতি কক্সবাজারে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘বাইরে ধোঁয়া ঘরে আগুন, ছুঁয়ে দেরে তুই পুড়বো দ্বিগুণ, হায়রে ধোঁয়া কেনো উড়িস,আমাকে তুই উলালা করিস, হাওয়া দেরে পাগলা এই আঁচলে, ধোঁয়া দেরে পাগলা তলে তলে’- ‘ধোঁয়া’ শিরোনামের এমন কথার গানের সঙ্গে নেচেছেন নায়লা। কক্সবাজারে গানটির দৃশ্যধারণে নায়লার পাশাপাশি আরও ছিলেন নায়ক আনিসুর রহমান মিলন, নিরব, মিশা সওদাগর, ডন প্রমুখ।
‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’খ্যাত পরিচালক সাইফ চন্দন জানান, কক্সবাজারে দৃশ্যধারণ শেষে দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবে ‘টার্গেট’ টিম। ছবি মুক্তির আগেই প্রকাশ করা হবে ‘ধোঁয়া’ গানের ভিডিও।
আরশাদ আদনান প্রযোজিত ‘টার্গেট’ ছবির অভিনয়ল্পীরা হলেন-আনিসুর রহমান মিলন, নিরব, আইরিন, অম্রিতা, ডন, তানভীর, সানজিদা তন্ময় এবং মিশা সওদাগর ও আরো অনেকে।
‘রান আউট’ ছবির আইটেম গানে নেচে আলোচনায় এসেছেন মডেল নায়লা নাঈম। এরপর নাটকের (মাস্তি আনলিমিডেট) আইটেম নাম্বারেও ঝলক দেখিয়েছেন তিনি। এদিকে ‘রাত্রীর যাত্রী’ ও ‘রান আউট’ ছবির দুটি গানেও ঠোঁট মিলিয়েছেন নায়লা।
Prev Post