হাসিখুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত একাধিক সিনেমায় তাকে দেখা গেলেও বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো এখনও নিজের অবস্থান নির্ভরযোগ্য করে তুলতে পারেননি পরিনিতি চোপড়া। শুরু দিকে প্রিয়াঙ্কা চোপড়াকে এড়িয়ে চললেও বোনের পাশেই শেষ পর্যন্ত ভিড়তে দেখা গেছে তাকে।
তবে সবকিছু মিলিয়ে এ বছরে অন্যান্য বলিউড তারকাদের জনপ্রিয়তার চেয়ে পরিনিতির একটু ঢিলেঢালাই বলা চলে। পরিনিতি বলেন, ‘সমালোচকদের কাজ সমালোচনা করা। আমি সমালোচনায় বিশ্বাসী এবং আমি নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট। আর সমালোচনা ছাড়া নিজেকে গুরুত্বহীন মনে হয়। প্রিয়াঙ্কার সাথে আমাকে তুলনা করার কোনো মানে হয় না। প্রতিটি অভিনেত্রীর নিজস্বতা রয়েছে। আমি আমার নিজস্বতার ওপর নির্ভর করেই ক্যারিয়ারে এগিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে পরিনিতির ওজন ছিল ৮২ কেজি। তবে নিজের ফিটনেস নিয়ে এখন বেশ সচেতন তিনি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত যাচ্ছেন জিমে।