কারণ কি? তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর হাতে বর্তমানে তেমন কাজ না থাকার বিষয়টি সত্যিই ভাবিয়ে তুলছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এটা হয় তো পপিকেও ভাবিয়ে তোলে। যদিও পপি এই প্রতিবেদককে বলেছেন, ‘এ জীবনে অনেক পেয়েছি। এখন নিজের জন্য কিছুটা সময় বের করে নিজেকে দিতে চাই। আর যে ধরনের চলচ্চিত্রের প্রস্তাব পাই তা না করাই ভাল মনে করছি।’
এ তো গেল পপির ভাষ্য। কিন্তু পরিচালকরা বলছেন ভিন্ন কথা। অনেকে পপিকে নিয়ে কাজ করতে চাইলেও হচ্ছে হবে করেও হচ্ছে না। এর কারণও জানা গেল। এতে পপির কোনো দোষ না থাকলেও দোষটা সময়ের।
পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় পপি অভিনয় করতেন রুবেল, শাকিল খান, মান্না, ফেরদৌসদের সঙ্গে। কিন্তু এদের বেশিরভাগ নায়কই এখন আর অভিনয় করছেন না। অন্যদিকে নতুন নায়ক আরিফিন শুভ, বাপ্পি, সাইমনরাও পপির সঙ্গে মানানসই নন। এ কারণেই পপিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারছেন না পরিচালকরা।