বলিউডে আগে একই জুটিকে পর পর বেশ কিছু সিনেমায় কাজ করতে দেখা যেত। এতে অনেক জুটিই দর্শকপ্রিয়তা হারিয়েছে। তবে বলিউড এখন প্রতিনিয়ত নতুন নতুন জুটি আবিষ্কার করছে। একই জুটির খুব বেশি সিনেমা দেখা যায়না।
শিগগিরই বলিউডে আসছে নতুন জুটি। বলিউডের চকলেট বয় শহিদ কপুর এবং বার্বি ডল ক্যাটরিনা কাইফ পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক আনিস বাজমী তার ‘আঁখে’ সিনেমা সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আর এ সিনেমায় তিনি একেবারে নতুন জুটি যাচ্ছেন। এক্ষেত্রে আনিসের পছন্দ শহীদ-ক্যাট জুটি।
‘আঁখে’-র মূল সিনেমায় ছিলেন অমিতাভ বচ্চন, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল, বিপাশা বসু, সুমিতা সেন ও অক্ষয় কুমার। এটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল। শহীদ-ক্যাটরিনার রোমান্সে ‘আঁখে’র সিক্যুয়েল বলিউডে নতুন জুটি নিয়ে আসবে বলেই সবার ধারণা। নির্মাতা এও জানালেন শিগগিরই ‘আঁখে ২’ ছবির কাজ তিনি শুরু করতে চান। এরমধ্যে বলিউডে এই ছবি নিয়ে বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার পালা শাহরুখ-সালমান-আমির-হৃতিক-রণবীরের সাথে সাফল্য পাওয়া ক্যাট শহিদের সাথে পর্দার রসায়ন কতোটা জমিয়ে তুলতে পারেন।