ফ্রান্সে চিত্রনায়ক মারুফ আটক

0

photo-1450095204নিরাপত্তার কারণ দেখিয়ে ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে ঢাকামুখী বিমানে উঠতে দেয়নি ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দর কর্তৃপক্ষ। পারিবারিক কাজে গত ২৮ নভেম্বর তিনি ফ্রান্সে যান। চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে মারুফের দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর। কিন্তু নিরাপত্তার অজুহাতে তাঁকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশে ফিরে মারুফের ‘মাস্তান পুলিশ’ শিরোনামের এক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল।

এ বিষয়ে ছবির পরিচালক রকিবুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের শুটিংয়ে নায়ক মারুফের যোগ দেওয়ার কথা ছিল এ সপ্তাহেই। কিন্তু পারিবারিক একটি কাজে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফেরার জন্য ১২ ডিসেম্বর বিমানবন্দরে গেলে তাঁকে আটক করা হয়। আসলে মুসলিম যত যাত্রী ছিলেন, তাদের সবাইকেই সেখানে আটক করা হয়। গত দুইদিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। আমরা যোগাযোগ করেছি। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে। তা ছাড়া অনলাইনে বিভিন্ন ছবির ক্লিপিং, নিউজ দেখিয়ে মারুফ প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের একজন অভিনয়শিল্পী। আজ সন্ধ্যায় তিনি দুবাই পৌঁছাবেন বলে জেনেছি। এক ধরনের আতঙ্ক কাজ করছে। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে নায়ক মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আজ সন্ধ্যায় তাঁর দুবাই পৌঁছানোর কথা, দেশে ফিরে না আসা পর্যন্ত আমার দুশ্চিন্তা দূর হবে না। তবে সে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়। সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ ও সুন্দরভাবে দেশে ফেরত আসে।’

ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে দেশগুলো। এই বাড়তি নিরাপত্তার কারণেই মারুফকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান কাজী হায়াৎ। তবে মারুফকে ঢাকামুখী একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন কাজী হায়াৎ।

দেশে ফিরে মারুফ ‘মাস্তান পুলিশ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন  নায়িকা বিন্দিয়া। গত আগস্ট মাসে এই ছবির শুটিং শুরু হয়। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও নাওমী। ছবিতে গানের সুর করছেন ইমন সাহা ও শওকত আলী ইমন। গানগুলো লিখেছেন কবির বকুল।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More