ঢাকাঃ আসন্ন টি২০ বিশ্বকাপেও বাংলাদেশকে হারানোর আগাম হুঁশিয়ারি উচ্চারণ করেছে আফগানিস্তান। বুধবার এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছে পরাজিত হওয়ার পর আফগান অধিনায়ক এই হুঁশিয়ারি দেন। এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর রেশ ধরে মোহাম্মদ নবি বলেন, ‘আমরা প্রচুর টি২০ ক্রিকেট খেলেছি। আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। আমরা টি২০- তেও তাদের হারাতে চেষ্টা করব।’ টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশকে বাছাই পর্বে অংশ নিতে হবে। বাংলাদেশ খেলবে আফগানিস্তান, নেপাল ও হংকংয়ের বিরুদ্ধে। নবি বলেন, আমরা আন্তর্জাতিক ক্রিকেটে এসেছি বেশি দিন হয়নি। আমাদের একটু সময় লাগবে। আমরা ইতোমধ্যেই ২০১৫ বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে ব্যাটিং কোচ আনব। বুধবার আফগানিস্তান ৮ উইকেটে হারে ভারতের কাছে। এ প্রসঙ্গে নবি বলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপ জিততে এখানে আসিনি। আমরা এসেছিলাম টেস্ট প্লেয়িং দেশগুলোর সাথে খেলে অভিজ্ঞতা অর্জন করতে। আমরা তা করেছি। সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছি। এটা আফগান ক্রিকেটের জন্য শুভ লণ।