নৈতিকতার বিরুদ্ধে যাইনি তাই আমাকে বাদ দিয়েছে: আমব্রিন

0

Ambrin BPL 2বিপিএলের চলতি আসরের স্বপ্নের ফাইনাল আজ। একমাস ধরে চলা এ ক্রিকেট যজ্ঞের শেষ হবে আজ। তবে এরই মধ্যে বিপিএল নিয়ে চলছে কানাকানি। এর কারণ এবারের বিপিএলে জনপ্রিয় উপস্থাপিকা আমব্রিনকে শেষ মুহূর্তে বাদ দেয়া।
হঠাৎ করেই বিপিএল’র ফাইনাল ম্যাচ থেকে আমব্রিনকে বহিস্কার করেছে চ্যানেল নাইন কর্তৃপক্ষ। মাঠে বিভিন্ন সময়ে উচ্ছৃঙ্খলতার অভিযোগে জনপ্রিয় এ উপস্থাপিকাকে বাদ দেওয়া হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন বিপিএল’র ইভেন্ট প্রধান তানভীর খান।

তবে উল্টো কথা বলছেন লাক্স তারকা আমব্রিন। বাদ দেওয়ার ঘোষণা জানার পর আমব্রিন গণমাধ্যমকে জানিয়েছেন, নৈতিকতার বিরুদ্ধে এমন কোনো কাজ করতে পারবো না বলেই ফাইনাল ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে আমাকে। আমব্রিনের ফাইনাল ম্যাচে নেই এমন স্ট্যাটাসে তার ফেসবুকের অসংখ্য ভক্তরা সমবেদনা জানিয়ে লিখেছে, তুমি সততার কাছে হারোনি তাই আমরা তোমার পাশে রয়েছি।

এদিকে বিপিএল শুরুর আগে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন আমব্রিন। এর মধ্যে রয়েছে দেশটিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভির ‘উদ্দীপন’ ও আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানগুলো। পাশাপাশি ‘নীড় খোঁজে গাঙচিল’ ও ‘আয়নাঘর’ নামে দুটি ধারাবাহিক নাটকের কাজও করছেন আমব্রিন। ২০০৭ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা দশে ছিলেন তিনি। তবে বিজ্ঞাপনে মডেলের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেই তার উপস্থিতি সবচেয়ে বেশি। আফজাল হোসেনের ‘চলো বিয়ে করে ফেলি’। নাটকের মাধ্যমে আমব্রিনের মিডিয়ায় অভিষেক ঘটে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More