এবারের বিপিএলে তুলনামূলক কম শক্তিশালী দল নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেন মাশরাফি। মাশরাফিকে দলে পেয়ে প্রথমে কিছুটা হতাশ হলেও সে ঘোর কাটতে সময় লাগেনি কুমিল্লার মালিক পক্ষের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুর্দান্ত পারফরম্যান্সে যারপরনাই খুশি ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল। আর এই খুশিতে মাশরাফিদের জন্য বোনাস ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হলে দলের ক্রিকেটারদের বিদেশ সফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাফিসা।
নিজের ফেসবুক পেজে একটি পোস্টে নাফিসা কামাল লিখেছেন, ‘আমি আশাবাদী, আমার দল চ্যাম্পিয়ন হবে। ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে অপূর্ণতা থেকে যাবে। দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।’ নাফিসা কামাল আরো লিখেছেন, ‘আমরা ইতিমধ্যেই খেলোয়াড়দের শতভাগ পারিশ্রমিক দিয়ে ফেলেছি। যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে বোনাস তো দেয়া হবেই, সেই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিদেশ সফরেও নিয়ে যাওয়া হবে।’