বয়স ষোল বছরের কম হলে ফেসবুকসহ ইন্টারনেটের অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে পারে ইউরোপের দেশগুলোতে। বিষয়টি নিয়ে আপাতত ইউরোপীয় পার্লামেন্টে চলছে আলোচনা। চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিয়ে একটি ভোটাভোটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে পার্লামেন্ট।
বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তেরো বছর হলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার অনুমোদন রয়েছে। কিন্তু দেশগুলোতে ১৬ বছরের নিচের বয়সী ব্যবহারকারীরা এই প্লাটফর্মগুলোর দিকে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে।
এ পরিপ্রেক্ষিতে ইউরোপীয় সংসদের নাগরিক স্বাধীনতা এবং স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ কমিটির একটি দল বয়সের সীমা আরো বাড়ানোর বিষয় গভীরভাবে বিবেচনা নিয়েছে। ইতোমধ্যে এই কমিটি তথ্যের গোপনীয়তা রক্ষায় ইউরোপে যে আইন রয়েছে সেখানেও বয়স বাড়ানোর একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছে।
ওই সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, এই সব সামাজিক যোগাযোগ বাবা-মার অনুমোদন ছাড়া ১৬ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য প্রসেসিং বেআইনি বলে গণ্য করা হবে।
প্রস্তাবটি নিয়ে সংসদে আজ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যম। প্রস্তাবটি পাশ হয়ে এলে ইউরোপীয় দেশগুলোতে ১৬ বছরের কম বয়সীরা ফেসবুকসহ স্ন্যাপচ্যাট এবং ইনস্ট্রাগ্রামের মত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হবে।