পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের ফালাকাটা কলেজের এক অনুষ্ঠানে গিয়ে অশালীন আচরণের শিকার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। শনিবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ফালাকাটা কলেজের ছাত্র পরিষদের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে মঞ্চ ছেড়ে চলে আসেন এই অভিনেত্রী। ক্ষুব্ধ অভিনেত্রী মঞ্চে দাঁড়িয়ে এ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেই ফালাকাটা ছাড়েন।
ফালাকাটার স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ফালাকাটা কলেজে ছাত্র সংসদের উদ্যোগে বার্ষিক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছিলেন শুভশ্রী। এদিন বিকেল ৫টা নাগাদ কলেজে ঢোকেন শুভশ্রী। তখন ভিড়ে ঠাসা কলেজ চত্বর। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিনেত্রীকে দেখার জন্য বহিরাগতরাও ভিড় জমান বলে জানা যায়। মঞ্চে ওঠার আগে গ্রিনরুমে প্রবেশের সময় গণ্ডগোলের সূচনা হয়। প্রথমে ভিড়ের চোটে টাল সামলাতে না পেরে হোঁচট খান অভিনেত্রী। তারপরই অভিনেত্রীর হাত ধরে টানাটানি শুরু হয় বলে অভিযোগ। সেই সময় বেশ কিছু মত্ত যুবক ভিড়ের মধ্যে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেছেন টলিউড নায়িকা।
ঘটনার পর মাত্র এক মিনিটের জন্য মঞ্চে উঠে শুভশ্রী বলেন, ‘আজ যে ঘটনা আমার সঙ্গে হয়েছে তা কোনো সুস্থ মেয়ে মেনে নেবে না। তাই আমার পক্ষে এমন অপমানের পর আর অনুষ্ঠান করা সম্ভব নয়।’ এদিকে শুভশ্রী চলে যাওয়ার পরই ছাত্র সংসদ অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ফালাকাটা ব্লক সভাপতি সঞ্জয় দাস জানান, বহিরাগতরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
এদিকে বিষয়টি শোনার পর ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। তাই বলতে পারব না বহিরাগত না কলেজের ছাত্ররা এই ঘটনা ঘটিয়েছে। তবে এই রকম হয়ে থাকলে তা খুবই অন্যায় হয়েছে। এটা কলেজের ক্ষতি করবে।’ অন্যদিকে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ প্রসঙ্গে আলিপুর দুয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রহ্মনিয়াম সিলভা মুরুগন বলেন, ‘কলেজের ওই অনুষ্ঠান ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে অনুষ্ঠানে প্রচুর ভিড়ও হয়েছিল। কীভাবে ওই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’