অভিনয় আসার আগে কে কি ছিল……………………।।

0

index48-300x202ছোট্ট কোনো এক মফস্বল শহর। সেখানে আর দশজন সাধারণ মানুষের মতোই তাঁর বেড়ে ওঠা। একদিন সেই শহর ছেড়ে পাড়ি জমানো মুম্বাইয়ে, বলিউডের ফিল্মপাড়ায়। মফস্বলের সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে ওঠা, হাজারো দর্শক-ভক্তের আরাধ্য হয়ে ওঠা—এমন গল্প কিন্তু বলিউডের অনেক তারকার জীবনের বাস্তব ঘটনা। মুভি রিভিউ প্রিভিউ নামের একটি ওয়েবসাইটে জানা গেল এমন সব বলিউড তারকাদের গল্প।

১. অমিতাভ বচ্চন

উত্তরপ্রদেশের এলাহাবাদে বেড়ে ওঠা অমিতাভের ক্যারিয়ার কিন্তু অনায়াসে তৈরি হয়নি। কঠোর সংগ্রাম ও পরিশ্রম করে এ পর্যায়ে এসেছেন তিনি।

২. রজনীকান্ত

কর্ণাটকে জন্ম নেওয়া এই তারকা ফিল্মি জগতে আসার আগে বিভিন্ন কাজ, এমনকি বাসের কন্ডাক্টরিও করেছেন!

৩. অক্ষয় কুমার

পাঞ্জাবের অমৃতসরের ছেলে অক্ষয় বহু পরিশ্রমে গড়েছেন নিজের ক্যারিয়ার। একসময় কাজ করেছেন হোটেলের বাবুর্চি হিসেবে।

৪. প্রিয়াংকা চোপড়া

জামশেদপুরের সাধারণ এক মেয়ে ছিলেন প্রিয়াংকা চোপড়া। আজকের সুপারস্টার হয়ে উঠতে দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে প্রিয়াংকা চোপড়াকে।

৫. পরিণীতি চোপড়া

হরিয়ানা প্রদেশের আম্বালা শহর থেকে এসেছেন পরিণীতি। ক্যারিয়ারের জন্য সংগ্রামে তিনি যে কখনোই হাল ছাড়বেন না, সাম্প্রতিক সময়ে আলোচিত ফটোশুট দিয়ে তা ভালোই বুঝিয়ে দিয়েছেন প্রিয়াংকার আদরের বোন!

৬. কঙ্গনা রানাউত

হিমাচল প্রদেশের মান্দি শহর থেকে মুম্বাইয়ে আগমন কঙ্গনার। ক্যারিয়ারে সাফল্যের পেছনে তাঁর সংগ্রাম তো রীতিমতো সিনেমার গল্প!

৭. আনুশকা শর্মা

উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্ম আনুশকার, বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে।

৮. বিদ্যা বালান

কেরালায় জন্ম নেওয়া বিদ্যা ধীরে ধীরে নিজেকে অন্য এক আসনে প্রতিষ্ঠা করেছেন বলিউডে।

৯. সুশান্ত সিং রাজপুত

বিহারের পাটনায় জন্ম নেওয়া সুশান্ত প্রথমে নিজেকে প্রমাণ করেছেন ছোট পর্দায়। বলিউডে নিজের অবস্থান তৈরি করে চলেছেন সময়ের সঙ্গে সঙ্গে।

১০. আয়ুষ্মান খুরানা

চণ্ডীগড়ের ছেলে আয়ুষ্মানেরও ছোট পর্দা দিয়েই কাজ শুরু।

১১. মনোজ বাজপেয়ি

এই দুর্দান্ত অভিনেতা বেড়ে উঠেছেন বিহারের মতিহারিতে।

১২. ইরফান খান

বলিউড থেকে হলিউড কাঁপানো বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই অভিনেতা এসেছেন রাজস্থানের জয়পুর থেকে।

১৩. নওয়াজউদ্দিন সিদ্দিকী

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের এক প্রত্যন্ত গ্রাম থেকে নওয়াজের আগমন। তাঁর সংগ্রামের গল্প বিশাল, বিস্ময়কর।

১৪. প্রীতি জিনতা

একসময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী এবং বর্তমানে আইপিএল ক্রিকেট দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি বেড়ে উঠেছেন সিমলায়।

১৫. অর্জুন রামপাল

জব্বলপুরের ছেলে অর্জুনের বলিউডে ক্যারিয়ার গড়ে উঠেছে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।

১৬. মল্লিকা শেরাওয়াত

হরিয়ানার রোহতাক অঞ্চল থেকে মুম্বাইয়ে অবস্থান তৈরি করার গল্পটা বিচিত্র বটে রিমা লাম্বা তথা মল্লিকা শেরাওয়াতের!

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More