বলিউড খান সালমান এখনও ব্যাচেলরই রয়ে গেলেন। আর তার কারণে এখন পর্যন্ত এই ব্যাচেলর নায়কের নাম জড়িয়ে শোনা যাচ্ছে নানান দেশের নানান রমনির কথা। কখনো ইতালি অবার কখনো ইরানের আর ভারতের কথাতো হরহামেশায়ই শোনা যায়।
তবে কি সারা জীবন ব্যাচেলর হিসেবেই কাটিয়ে দিবেন এই তারকা? না, অবশেষে নিজের জন্য ইরানি বেগম ঠিক করলেন বলিউডের লাভার বয় সালমান খান। বাস্তব জীবনে না হলেও সিনেমার জগতে এবার তার বেগম হতে যাচ্ছেন মানদানা করিমি।
কুণাল খেমুর বিপরীতে ইরানীয় সুন্দরী নজর কাড়লেও সে ছবি কিন্তু বক্স অফিসে ডুবেছে। তবে মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও মানদানা আপাতত সিনেমাতেই মন দিতে চান। ‘বিগ বসে’র সেটে সালমান যে তার প্রতি একটু বেশিই সদয় তা তো চোখেই পড়ছে। আদিত্য চোপড়া প্রযোজিত ‘সুলতান’ সিনেমার পর্দায় দেখা যেতে পারে আগামী বছরের ঈদে। ‘মেরে ব্রাদার কি দুলহন’ বা ‘গুন্ডে’-র পর এটাই পরিচালক আলি আব্বাস জাফরির বড় প্রজেক্ট।
তা সেই সালমানের ‘সুলতান’-এর জন্য নায়িকার ভূমিকায় কে থাকবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। একে একে নাম উঠেছে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া থেকে কর্তি সাননের। কিন্তু, এখন শোনা যাচ্ছে ওই তিন বলিউড নায়িকা নয়, ৪৯ বয়সী এ নায়কের বেগমের রোল পেতে পারেন মানদানা।