জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠা পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধের পর তাকে প্রত্যাহার করা হয়। বুধবার দুপুরেই তিনি ঢাকা ছেড়েছেন বলে দূতাবাস সূত্র নিশ্চিত করেছে।
সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে ডিবি পুলিশ। পরবতীতে বিষয়টি বাংলাদেশ সরকার পাকিস্তানকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করলে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সশ্লিষ্ট সূত্র জানিয়েছে।