’চেন্নাই এক্সপ্রেস’, ‘দিলওয়ালের’ মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন শাহরুখ খান-রোহিত শেট্টি জুটি। কিন্তু আশা করা হলেও, বাদশা জানিয়ে দিয়েছেন তিনি রোহিতের পরবর্তী ছবিতে কাজ করছেন না।
সূত্রের খবর, পরিচালকের ‘দিলওয়ালে’র পর পরবর্তী পরিকল্পনা রয়েছে তাঁর বলিউডের ইতিহাসে অন্যতম সফল ছবি ‘রাম লক্ষ্মণে’র রিমেক বানানো। কিন্তু স্টারডাস্ট পুরস্কারের আসরে শাহরুখ জানিয়েছেন, তিনি রোহিত শেট্টির পরবর্তী ছবিতে কাজ করছেন না।
তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিতর্ক ও বাধার পরও ‘দিলওয়ালে’র সাফল্য দেখে তিনি খুশি। বিশেষ কিছু কারণে, দেশের বেশ কিছু জায়গায় ‘দিলওয়ালে’র প্রদর্শন বন্ধ রয়েছে। তারপরও ‘দিলওয়ালে’ তার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে গিয়েছে।
শাহরুখের দাবি, তাঁর যা লক্ষ্য ছিল, সে হিসেবে ছবিটি সফল। ছবিতে পুরোমাত্রায় বিনোদন, নাচ, গান, সুন্দর লোকেশন সব রয়েছে। সমালোচকদের ভাল না লাগলেও, যাঁদের ভাল লাগার লেগেছে। তারজন্যেই খুশি শাহরুখ