টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের দল, আর প্রথম বলটিই মোকাবেলা করতে কিনা ব্যাট হাতে নেমে এলেন মুস্তাফিজ?
হ্যাঁ, বাংলাদেশের জাদুকরী পেসার, ক্রিকেট বাংলাদেশের হালের সেরা আবিষ্কার মুস্তাফিজুর রহমানের কথাই বলা হচ্ছে!
তবে উনি তো প্রধানত একজন বোলার, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ (১৩টি) উইকেট পাওয়ার রেকর্ড তারই দখলে। আর এই বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ক্যারিয়ারের মাত্র নবম ওয়ানডেতেই তৃতীয়বারের মত পেয়েছেন পাঁচ উইকেট।
৯ ওয়ানডেতে তিনি নিয়েছেন ২৬ টি উইকেট। ফলে, বলে না দিলেও চলে যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের মূল পরিচয়টা হল – তিনি একজন বোলার। আর ব্যাট হাতে তিনি যে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ন, এমনটিও নয়! দলের ১১ নাম্বার ব্যাটসম্যান হিসেবেই গণ্য হয়ে এসেছিলেন বরাবর।
তাহলে?
অবাক হবার মতো হলেও ঘটনাটি সত্যিকারেই ঘটেছে। তবে মিরপুরের শের-ই-বাংলা বা চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম অথবা আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়ামে নয়, এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে মুস্তাফিজের নিজ জেলা সাতক্ষীরায়, মুস্তাফিজের নানা বাড়ির স্কুল মাঠে।
এই স্কুলের মাঠে খেলতে গিয়েই এবার নতুন রূপে হাজির হলেন তিনি। রীতিমত বল ছেড়ে ব্যাটসম্যান হয়ে উঠলেন বাংলাদেশের নতুন এই তারকা। ব্যাট হাতে তামিম ইকবালের ভূমিকা পালন করে নেমে গেলেন নিজ দলের হয়ে ইনিংস ওপেন করতে।
আর খেলা শেষে তার ব্যাটিংয়ের দূর্দান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করলেন নিজেই। বুঝিয়ে দিলেন, শুধু বল না, ঠিকভাবে ব্যাটটা ধরতে দিলে কাঁপিয়ে দিবেন তাতেও।