আজ বড়দিন, অথচ কল্যাণ কোরাইয়ার মন খারাপ! প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গেছেন, সেই আনন্দের মাঝেও তাঁর খারাপ লাগছে।
কারণ কী? জনপ্রিয় এই মডেল ও অভিনেতা নিজেই বললেন, ‘এবারেই প্রথম মা-বাবা ও বোনদের ছাড়া বড়দিন পালন করছি। একটু মন খারাপ লাগছে।’
সব সময় ঢাকায় পরিবারের সঙ্গে বড়দিন পালন করলেও কেন এবার বাইরে আছেন—জানতে চাইলে কল্যাণ এনটিভি অনলাইনকে বলেন, ‘দেশের বাইরে বড়দিন পালন করার পরিকল্পনা আগে থেকে ছিল না আমার। কিছু ব্যক্তিগত কাজে মেলবোর্নে এসেছি আমি। এ ছাড়া কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরিও করছি। ভালো কাটছে সময়। এখানে বড়দিন অনেক বড় আয়োজনে করা হয়। সব জায়গায় উৎসবের আমেজ। তবে বড়দিন দেশে করতে পারলে আরো ভালো লাগত। মা-বাবাকে মিস করছি খুব।’
চলতি মাসের ১১ তারিখে মেলবোর্ন যান কল্যাণ। কবে ঢাকায় ফিরবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অনেক দেশে ঘুরলেও অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এসেছি। তাই আরো কয়েক দিন থাকব। ৩০ অথবা ৩১ তারিখে ঢাকায় ফিরব। মুঠোফোনে কিছু পরিচালকের সঙ্গে নাটকের ব্যাপারে আমার কথাবার্তা হয়েছে। তাই ফিরেই আবার নতুন নাটকের শুটিং শুরু করব। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।