ঢাকাঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াতপন্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে একই দলের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার হাইকোর্ট এলাকা থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী টাইমনিউজবিডিকে জানান, জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে ঢাকা হাইকোর্ট এলাকা থেকে পুলিশ গ্রেপতার করেছে। কি বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো নিশ্চত নন তিনি।
সাতকানিয়া থানার ওসি খালেদ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সাতকানিয়া পুলিশ হাইকোর্ট এলাকা থেকে সন্ধ্যা ৭টায় জসিমকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, তিনি লোহাগাড়ার চুনতী সীরাত মাহফিলে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা নদভীর ওপর হামলা। সম্প্রতি সাতকানিয়ার কাঞ্চনায় গুলি ও কুপিয়ে যুবলীগকর্মী হাসান হত্যাসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি।
তিনি বলেন, এমপি নদভীর ওপর হামলার মামলায় তিনি জামিনে আছেন। হাসান হত্যা মামলায় আগাম জামিনের জন্য তিনি হাইকোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। পরে আমাদের আর্জিতে প্রলিশ তাকে গ্রেফতার করে।