শাহরুখ থেকে রণবীর সিং, দীপিকা থেকে আলিয়া – প্রায় সবাই থার্টি ফার্স্টের রাতে হ্যাপি নিউ ইয়ার বলবেন বাড়ি থেকে শত যোজন দূরের কোনও গন্তব্য থেকে।
প্রথমেই আসা যাক বলিউডের বাদশা শাহরুখ খানের কথায়। সাল্লু মিঞার ৫০তম জন্মদিনের পার্টি সেরে কিং খান পাড়ি দিচ্ছেন তাঁর দুবাইয়ের বাড়ির দিকে। সেখানেই নতুন বছর উদযাপন করবেন তিনি।
অভিনেতা তুষার কাপুরও নিউ ইয়ার প্রথমক্ষণে দুবাইতে কাটাবেন। সেলিব্রেশনের পাশাপাশি নিজের দুই আপকামিং ফিল্ম কেয়া কুল হ্যায় হাম থ্রি ও মাস্তিজাদের প্রচারও চালাবেন তিনি।
প্রতি বছরের মতো এবারও বর্ষশেষের রাতটা হাবিকে নিয়ে নিজের পছন্দের জায়গা সুইজারল্যান্ডের জিস্ট্যাডে কাটাবেন কারিনা কাপুর খান। নবাব পরিবারের হোটেলে সেলিব্রেশনের আনন্দে মাতবেন সাইফ-কারিনা।
বাজিরাও মাস্তানি তারকা দীপিকা পাড়ুকোন এখন রয়েছেন ইউরোপে। খুব শিগগিরই তাঁর সঙ্গে যোগ দেবেন তাঁর বাজিরাও রণবীর সিং। নিউ ইয়ার ইভে রণবীর কাপুর-ক্যাটরিনা বিতর্ক, সেলেব বিড়ম্বনা থেকে যোজন দূরে থেকে ভালোবাসার জোয়ারে গা ভাসাবেন রণবীর-দীপিকা।
নিউইয়ার সেলিব্রেশনের পাশাপাশি বন্ধুর ব্যাচেলরস পার্টি। তাই কোনওদিকে না তাকিয়ে সোজা বার্সেলোনা পাড়ি দিয়েছেন বরুণ ধাওয়ান।
আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে নতুন বছর পালন করবেন মেক্সিকোতে। তবে, তাঁরা আচমকা তাঁদের গন্তব্য পাল্টাতে পারে বলে খবর রয়েছে।
বিদেশে নয়, মুম্বাইয়ের কোনও হিল স্টেশনেই নিজের টিমকে সারপ্রাইজ নিউ ইয়ার পার্টি দিতে চলেছেন রোহিত শেট্টি।
বড়দিনে সুইজারল্যান্ডে ছুটি কাটিয়ে সবে দেশে ফিরেছেন হৃতিক রোশন। তাই নিউ ইয়ার সেলিব্রেশন তিনি দেশের মাটিতেই করবেন বলে আশা করা হচ্ছে।