চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূরুল আমিন (২৬)। বিএনপির দাবি, তিনি যুবদলকর্মী ছিলেন। সংবাদকর্মীরা ঘটনাস্থল থেকে একজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, ভোটকেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে গোলাগুলি হয়। এতে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছেন।