অভিনয়শিল্পী তিশা জ্বর-ঠান্ডা-কাশিতে ভুগছেন। টানা ১০ দিন ধরে তিনি অসুস্থ। জ্বর নিয়েই গেল ২ ও ৩ জানুয়ারি সাগর জাহান পরিচালিত ‘নীল চোখ’ নাটকের শুটিং শেষ করেছেন তিশা। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নিশো। ‘নীল চোখ’ নাটকের মূল গল্প তিশাকে ঘিরেই। এদিকে বছরের শুরুর প্রথম কাজ নিয়ে তিশা বলেন, ‘তিন বছর ধরে সাগর ভাইকে বছরের প্রথমে শিডিউল দিয়ে আসছি আমি। অবশ্য এর পেছনে সে রকম কোনো কারণ নেই।’
গেল বছর মূলত বিশেষ দিবসের নাটক ও টেলিফিল্মগুলোতেই কাজ করেছেন তিশা। এ বছরও এমনটাই হতে পারে বলে জানিয়েছেন তিশা। তবে বছর শুরু হতে না হতেই তিশা জানালেন ব্যস্ততা বাড়ছে পাল্লা দিয়ে। কিছুদিন পরই তিনি অভিনয় করবেন ইমরাউল রাফাত পরিচালিত একটি নাটকে। নাটকের নাম এখনো ঠিক হয়নি।
এদিকে সম্প্রতি ‘অস্তিত্ব’ ও ‘মেন্টাল’ ছবিতে অভিনয়ের কাজ শেষ করেছেন তিশা। জানালেন, খুব শিগগির অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবির ডাবিংয়ের কাজ শুরু করবেন তিনি। আর শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ডাবিংসহ সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এ বছর নতুন কোনো চলচ্চিত্রে তিশাকে দেখা যাবে কি না জানতে চাইলে তিশা বলেন, ‘এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হইনি। দেখা যাক সামনে কী হয়!’
সাবলীল অভিনয়ের জাদুতে তিশা অগণিত দর্শককে মুগ্ধ করেছেন অনেক আগেই। অভিনয়কে তিনি বেশ গুরুত্বের সঙ্গে নেন। না হলে কি ঠান্ডাজ্বর নিয়ে কেউ শুটিংয়ে আসে? বোঝাই যাচ্ছে অভিনেত্রী হিসেবে তিশা বেশ সিরিয়াস, মানুষ হিসেবে কেমন? তিশা বললেন, ‘মানুষ হিসেবে আমি অনেক সিরিয়াস।’