রাজবাড়ীর নবগঠিত উপজেলা কালুখালীতে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আসছেন।
এ ব্যাপারে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, রাষ্ট্রপতির সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় অংশগ্রহণ ও প্রস্তাবিত রাজবাড়ীর সেনানিবাস পরিদর্শনের কথা রয়েছে।
কালুখালী থানা অফিসার (ওসি) নুর-এ-আলম ফকির জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে পুলিশ বাহিনী সর্বোচ্চ সর্তকতায় রয়েছেন।