আন্তর্জাতিক ডেস্ক: ২৩৯ যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ সিরিজের একটি বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়াদের মধ্যে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু বলে জানা গেছে। এর মধ্যে ১৬০ জন চীনা নাগরিক ও ১৩ দেশের যাত্রী আছে।
কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাওয়ার পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি কুয়ালালামপুর স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয়।
এর আগে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে। বিমানটির সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানী বেইজিং পৌঁছানোর কথা ছিলো।
মালয়েশিয়া এয়ারলাইন্স কতৃপক্ষ গণমাধ্যমকে জানায়, এমএইচ ২৭০ নম্বরের ফ্লাইটটি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ২টা ৪০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।