এপারে (বাংলাদেশ) আসছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যিনি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর নতুন সিজনের বিচারক হিসেবে। তিনি জানান, চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ে একটা ঝটিকা সফর দিবেন এ দেশে।
তবে উদ্দেশ্য কোনও শ্যুটিং কিংবা মীরাক্কেলের অডিশন নয়। অথবা কলকাতার ছবি বাংলাদেশে রফতানি করার বৈঠকেও নয়। তিনি আসছেন স্রেফ ব্যাক্তিগত স্মৃতি হাতড়াতে।
সম্প্রতি কলকাতার একটি দৈনিককে শ্রীলেখা যা বললেন, ‘অনেকেই জানেন না আমার পরিবার একটা সময় বাংলাদেশে থাকতেন। সম্প্রতি আমাদের ফেলে আসা বাড়ির সব ঠিকানা সংগ্রহ করেছি। জানুয়ারির মাঝামাঝি এক সপ্তাহের জন্য সেখানে যেতে চাই। ফেব্রুয়ারি থেকে আবার নতুন ছবির শ্যুটিং। এর আগেই মনে পুষে রাখা ইচ্ছাটা পূর্ণ করতে চাই।’
যদিও তার আসবার সঠিক দিন-ক্ষন কিংবা ফেলে যাওয়া বাড়ির ঠিকানা প্রকাশ করেননি।
শ্রীলেখা মিত্রকে সর্বশেষ দেখা গেছে সন্দীপ রায়ের ‘চার’ ছবিতে।
Prev Post
Next Post