পাকিস্তান সুপার লিগে (পিসিএল) মুস্তাফিজকে খেলতে নাও দিতে পারে বিসিবি। পাকিস্তান সুপার লিগে (পিসিএল) লাহোর কালান্দারসের হয়ে খেলার সুযোগ হয়েছিলো কাঁটার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানের। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ পাবেন ৫০ হাজার ডলার। এমনটাই কথা ছিল।
তবে পিএসএলে মুস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আদৌ খেলতে দেবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বোর্ডের এক ঘনিষ্ঠ সুত্র জানায়, নতুন তারকা হিসেবে তার ওপর যাতে বেশি চাপ না পরে, সেদিকে লক্ষ রেখেই এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও পিএসএলে না পাঠানোর কথা ভাবছে বিসিবি। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
ভাবনাটি নাকি প্রথম মাশরাফির মাথায় আসে। এখনো মুস্তাফিজের বোলিং রহস্য ক্রিকেটবিশ্বের অনেক ব্যাটসম্যানের কাছে অজানা। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সেই অজানা রহস্য খুলে দেওয়ার পথ করে দিতে চান না বাংলাদেশ অধিনায়ক। প্রযুক্তির এই যুগে ধীরে ধীরে তার বোলিং অ্যাকশন বুঝতে থাকবে বিপক্ষ দলগুলো। তারপরও বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চান না মাশরাফি। মাশরাফি নাকি নিজের ভাবনাটা কোচ হাথুরুসিংহেকেও জানিয়েছে। সিদ্ধান্ত এখন অনেকটাই নাকি কোচের ওপর নির্ভর করছে। এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।