কোথাও নেই আঁচল। না শুটিংয়ে, না নতুন ছবি চুক্তির সংবাদে, না ছবি মুক্তির মিছিলে। এমনকি কোন ধরনের আলোচনাতেই নেই আঁচল। তাহলে আঁচল এখন কি করছেন। আঁচল কি মিডিয়া থেকে হারিয়ে যাচ্ছেন? এমন প্রশ্ন উঠছে এখন চলচ্চিত্র পাড়ায়।
আঁচল অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার-ওপার’। ছবিটি মুখ থুবড়ে পড়ে কাকরাইল পাড়ায়। অপরদিকে সুলতানা বিবিয়ানা’ নামের অসমাপ্ত আরেকটি ছবি রয়েছে তাঁর। এ ছবিটিরও কোনো খোঁজ খবর নেই বহুদিন। সবমিলিয়ে আঁচলের অবস্থা খুব একটা ভাল নেই বললেই চলে।
প্রিয়.কম-এর পক্ষ থেকে আঁচলের খোঁজ-খবর নিতে ফোন দিলে ফোন ধরেন আঁচলের মা। তিনি প্রিয়.কমকে জানান, ‘এই মুহূর্তে আপাতত কোন কাজ নেই আঁচলের হাতে। অবসর সময়ই কাটাচ্ছেন তিনি।’
তাহলে কি অার ছবিতে অভিনয় করবেন না আঁচল? এমন প্রশ্নের জবাবে আঁচলের মা বলেন, ‘না। বেশকিছু ছবির প্রস্তাব তাঁর হাতে আছে। কিন্তু ব্যাটেবলে মিলছে না বলে কোন কাজ করছে না সে। কোনোকিছু চূড়ান্ত হলে অাপনাকে জানাব।’
অপরদিকে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, পরপর বেশ কয়েকটি ছবি কাকরাইল পাড়ায় মুখ থুবড়ে পড়ার পর আঁচলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রযোজকরা।
তাঁরা আরও জানান, বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রের যে অবস্থা সেখানে আঁচলের মতো অভিনেত্রীর টিকে থাকাটা একটু মুশকিলই বটে। এ ছাড়া এখন বেশিরভাগ প্রযোজকই বসে আছেন যৌথ-প্রযোজনার ছবি করবেন বলে। সেখানে আঁচলের ঠাঁই আরও হবে না।
তাহলে এভাবেই কি আস্তে অস্তে হারিয়ে যাবেন আঁচল? দেখা যাক সময় কী বলে।প্রিয়