মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার ভোর রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে রো রো (বড়) ফেরি শাহ জালাল। এছাড়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ছোট বড় মিলে সাতটি ও দৌলতদিয়া ঘাটে আটটি ফেরি যানবাহন বোঝাই করে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পস্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলেই পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে।