গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি। বুধবার সকালের দিকে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ৮৯ বছর বয়সী গণি জিয়াউর রহমানের সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, আর এ গনির অবস্থার অবনতির খবর শুনে রাত ১১টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সুজাউদ্দিন স্কয়ার হাসপাতালে যান।
গত কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে গণিকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। বিএনপি নেতা শামীম বলেন, শুক্রবার সকালে উনাকে (গণি) ব্যাংককে নেওয়ার কথা ছিল। কিন্তু আজ রাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে ব্যাংককে নেওয়া বাতিল করেন চিকিৎসকরা। তারা বলেছেন, এখন রোগীকে বিমানে নেওয়াটা ঝুঁকিপূর্ণ।