প্রত্যেকটি বাণিজ্যিক ভবন রং করতে হবে : সাঈদ খোকন

0

164709said_khokonরাজধানীর সৌন্দর্যবৃদ্ধিতে প্রত্যেকটি বাণিজ্যিক ভবনকে সুন্দর করে রং করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রথম ধাপে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত বাণিজ্যিক ভবনগুলোকে রং করতে হবে। দ্বিতীয় ধাপে সকল আবাসিক ভবন মালিকরাও এটা করবেন।

শনিবার রাজধানীর পান্থপথে নির্মিত ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন। এর আগে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে নিয়ে তিনি ফুটওভার ব্রিজটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ফুটওভার ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে পাশ্ববর্তী স্থানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অনেকেই রাজধানীকে বসবাসের জন্য অযোগ্য হিসেবে গণ্য করেন। এটাকে বাসযোগ্য সুন্দর শহর হিসেবে গড়ে তোলা কঠিন কাজ নয়। একজন বিদেশি এসে যখন কুৎসিত ভবন দেখেন, তখন সবারই খারাপ লাগে।

তিনি বলেন, এসব ভবনকে সুন্দর করে রং করার জন্য শিগগিরই নির্দেশনা দেয়া হবে। এত টাকা খরচ করে একটি ভবন তৈরি করতে পারলে কেন সুন্দর করে রঙ করার জন্য কয়েক হাজার টাকা ভবন মালিক খরচ করতে পারবেন না- সে প্রশ্ন রাখেন মেয়র।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More