আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখা ও কেনার সুযোগ নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে তিনদিনব্যাপি এই মেলা।
সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কমিউনেকশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম. রাশেদ মাহমুদ অভি, হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নাড ওয়াং, স্যামসাং ইলেক্ট্রনিক্সেও বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফেরদৌস ও সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশগ্রহণ করবে।
গ্রামীণফোনের কমিউনেকশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল বলেন, আমাদের ইন্টারনেট ফর অল, একটি প্রোগ্রাম আছে। কিন্তু ডিভাইস ছাড়া এটি ছড়িয়ে দেয়া সম্ভব না। বর্তমানে আমাদের দেড় কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, ২০১৯ সালের মধ্যে এটি ৫ কোটিতে পৌঁছানের লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। এই মেলা সেই লক্ষ্য পূরণে অনেক সহায়ক হবে বলেই আমরা দ্বিতীয়বারের মতো মেলায় অংশ নিয়েছি।
এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম. রাশেদ মাহমুদ অভি বলেন, এবার আমরা নতুন চমক নিয়ে আসছি। দেশের সর্বপ্রথম সম্পূর্ণ বাংলা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে এলিট। এটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।
হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নাড ওয়াং বলেন, ২০১৫ সাল আমাদের জন্য একটি সফল বছর ছিল। গতবছর ১০০ মিলিয়ন সেট বিক্রি করেছি। এবার মেলার আমরা বিশেষ গিফট বক্স দিচ্ছি হ্যান্ডসেটের সঙ্গে।
স্যামসাং ইলেক্ট্রনিক্সের বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফেরদৌস বলেন, আমরা প্রথম থেকেই এই মেলায় আছি। প্রতিবছর নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। আকর্ষনীয় ডিভাইস তো থাকবেই। এবারের মেলায় আমরা সবচেয়ে বড় প্যাভিলিয়ন নিয়ে আসছি। আপনারা শুধু হ্যান্ডসেট নয়, ভার্চুয়াল রিয়েলিটির অনেক কিছু দেখতে পাবেন।
সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, আমরা বরাবরই মোবাইল হ্যান্ডসেটকে আরও ছড়িয়ে দেবার জন্য কাজ করে যাচ্ছি। প্রথম আয়োজন থেকেই আমরা এই মেলার সঙ্গে আছি। সিম্ফনির স্টলে এলে সব নতুন অফার সম্বন্ধে জানতে পারবেন।
মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। থাকছে অন্যান্য আয়োজনও।
প্রতিবারের মতো এবারও মেলা উপলক্ষে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে facebook.com/STExpo ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ নামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিতে নিতে পারবেন।