ফেসবুক নিরাপদ রাখার কৌশল: জাবেদ শাহ

0

facebook-privacy-10-settings-every-user-needs-to-know-f54ddfe57a
ফেসবুক, ইমেইল এমনকি ব্যাংক একাউন্ট বা পেপাল একাউন্ট যা ই বলেন এগুলা হ্যাক হওয়ার পিছনে আমাদের (অ্যাকাউন্ট হোল্ডার) নিজেরই হাত থাকে। ধরেন কেউ আপনাকে মেসেজ করল। ” দেখো অমুক মডেল বা নায়িকার একটা ভিডিও http:www.ট্রিপাল***.com ”। আপনি লোভ সামলাতে না পেরে ক্লিক করলেন। পরে দেখলেন আপনার ফেসবুক লগ আউট  হয়ে গেছে। পরের দিন দেখলেন হ্যাকড। আপনার দোষে আপনার একাউন্ট খোয়ালেন। তাইনা ?? এখানে প্রথম ভুলটা কার ? হ্যাকারের ? না, আপনার ? আপনি একটু সতর্ক থাকলেই এই ভুলটা হয় না।

আজকের টিপস- ফেসবুক আইডি নিরাপদ রাখার ৯ টি সহজ উপায়ঃ

১। আপনার মোবাইল এবং ইমেইল ভেরিফাই করে রাখেন। আশা করি এটা ইমেজ দিয়ে দেখাতে হবে না !
২। কঠিন পাসওয়ার্ড দিন । “ic@Ta@i2@01@2” এইটা একটা ভাল পাসওয়ার্ডের উদাহরণ হতে পারে ।
৩। লগইন এপ্রভাল এড করে রাখেন ! Account Settings > Security
৪। login Notification কে enable করেন !

৫। ট্রাস্টেড কন্টাক্ট এড করে রাখেন তাহলে কেউ আপনার আইডি নাড়া চাড়া করার সাথে সাথে আপনার ট্রাস্টেড ফ্রেন্ডের কাছে কোড যাবে। হ্যাকড আইডি ফিরে পেতেও হেল্প করবে !

৬। ফ্রেন্ডলিস্ট লুকিয়ে রাখবেন ! অনেকে ৫০০০ ফ্রেন্ড এর লিস্ট দেখানোর জন্য এটা পাবলিক করে রাখে ! কিন্তু আপনি কি জানেন এটি আপনার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে এই জিনিসটা !

৭। কিছু দিন পরপর বা যদি মনে হয় কেউ ঢুকছে তাহলে আপনি Active Session থেকে গিয়ে unfamiliar activity গুলো এন্ড করেন ! End activity তে ক্লিক করলেই হবে ।

৮। safe browser use করবেন ! CTRL+SHIFT+N এ ক্লিক করেন এটা করতে পারেন ।

৯। untrusted কারো কাছ থেকে কোন মেসেজ পেলেই ক্লিক করবেন না ! স্পাম সব কিছু এড়িয়ে যাবেন। আন্ট্রাস্টেড কোনো এপ্লিকেশনের পার্মিশন দিবেন না।

সবার অনলাইন জগত নিরাপদ থাকুক এই কামনায় আজকের মতো বিদায়।

লেখকঃ জার্মানি প্রবাসী লেখক, আইটি বিশেষজ্ঞ।

কম্পিউতার সায়েন্স বিভাগ

University of Applied Science, Frankfurt Germany

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More