মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে জামায়াত। তবে রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অভ্যন্তরীণ সব রুটে অন্যান্য দিনের মতোই যান চলাচল করছে। সকাল থেকেই গণপরিবহনের বিপুল সংখ্যক গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা গেছে। বাসে, সিএনজিচালিত অটোরিকশায় ও রিকশায় করে অফিসগামীদেরকে কর্মস্থলে যেতে দেখা গেছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা তুলনামূলকভাবে বেশি চলছে।
তবে রাস্তায় প্রাইভেট কারের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম।
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ ও র্যাবের টহল দেখা গেছে। রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারো কাছে কোনো ব্যাগ থাকলে তা তল্লাশি করা হচ্ছে।