বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ধ্বংস করতে রাজাকাররা চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে রাজাকাররা বহাল তবিয়তে আছে। আমরা একাত্তরে পাকিস্তানিদের পরাজিত করেছি, কখনো পরাজিত হইনি।’
মন্ত্রী বলেন, ‘৪০ বছর ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারেনি, আগামীতেও পারবে না। গণতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।’
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘যেদিন থেকে যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলন শুরু করেছেন। তার মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা। যেটা পাকিস্তানিরাও চায়। এদেশে আবারো পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে তাদের এ আন্দোলন।’
তিনি আরও বলেন, কেউ আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, আবার কেউ পাকিস্তানি এজেন্ট হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিল।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।