কক্সবাজার: কক্সবাজারের ওশেন প্যারাডাইস হোটেলে সফররত পাকিস্তানের নারী ক্রিকেটারদের উত্যক্ত করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মনোরঞ্জনের ছেলে মনোজ রায় (৩১), বগুড়া লফিতপুরের আশরাফ শেখের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) ও তাদের সঙ্গী আহমদ শাহারিয়ার (২৬)। তিনজনই মোবাইল কোম্পানি নকিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা বলে জানা গেছে।
পাকিস্তানী নারী ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হোটেল থেকে তাদের আটক করে পুলিশ।
অভিযোগে জানা গেছে, শুক্রবার রাত ২টায় পাকিস্তানী নারী ক্রিকেটাররা তাদের রুমের দরজায় প্রথমে টোকার শব্দ শুনতে পান। পরে দরজায় সজোরে লাথি মারার শব্দ শোনেন। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
ওশেন প্যারাডাইস হোটেলে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এদিকে, ওশান প্যারাডাইসের মতো হোটেলে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ হোটেলের সার্বিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।