বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে নয়, তিনি তার গুলশানের বাসা থেকেই মোনাজাতে অংশ নেন।
টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে রোববার আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে তিনি মোনাজাতে শরিক হন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, আগে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিলেও গত বছর থেকে খালেদা জিয়া ইজতেমা ময়দানে যাননি। রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকার কারণেই ইজতেমা ময়দানে যাননি বলে সূত্রটি জানিয়েছেন।