‘ন্যাশনাল এনকোয়্যারার’ ট্যাবলয়েড দিন দুয়েক আগে একটা খবর ছেপে ছিল যে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ হলো বলে৷ কারণটা আর কিছুই নয়, কারণ জোলি নাকি এক পর-পুরুষের সঙ্গে ফ্লাটিং করছেন৷ সেরকম কিছু ছবিও প্রকাশিত হয়েছে৷ কিন্ত্ত সেই খবরে পানি ঢেলে দিলেন ব্র্যাড পিট নিজে৷
তিনি বলেছেন, গোটা খবরটাই ভাঁওতা৷ অতীতেও এই ট্যাবলয়েড তাদের নিয়ে এমন কেচ্ছা রটিয়ে বিস্তর বাণিজ্য করেছে৷ ব্র্যাড এখন এসেছেন কাম্বোডিয়া৷ সেখানে জোলি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার: আ ডটার অফ কাম্বোডিয়া’ শ্যুটিং করছেন৷ খেমার রুজ জমানার হিংস্র পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি হচ্ছে এই ছবি৷ কিন্ত্ত শ্যুটিং থেকে দিন তিনেকের ছুটি আদায় করে নিয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা৷
উদ্দেশ্য আর কিছুই নয়, স্বামী ব্র্যাডকে নিয়ে তিনি ভিয়েতনামে রোম্যান্টিক ছুটি কাটাবেন কয়েকটা দিন৷ এই মুহূর্তে জোলির বয়স ৪০, আর ব্র্যাড ৫১৷ ব্যক্তিগত প্রমোদ-নৌকোয় এই দু’জনকে হালং বে-তে রোদ-চশমা পরে সফর করতে দেখা গিয়েছে৷ তারা এর পরে চলে যান হ্যানয়, সেখানে দুটি রাত কাটান বিলাসবহুল মেট্রোপোল হোটেলে৷ তাদের এই সফরে অবিশ্যি তাদের ছয় সন্তানের কাউকেই দেখা যায়নি৷ এমনকী ১১ বছর বয়সী প্যাক্স-কেও৷ প্রসঙ্গত, জোলি-পিট-এর এই দত্তক সন্তানটির মাতৃভূমি ভিয়েতনাম৷- সংবাদমাধ্যম