এই সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম। কখনও মডেলিং দিয়ে দর্শকদের মন জয়, কখনও বা আইটেম গান করে। তিনি যাই করেন না কেন তাই যেন খবরের শিরোনাম হয়ে যায়। সব কিছু ভিন্ন ভাবেই উপস্থাপন করতে পছন্দ করেন তিনি। তাই তার ভক্ত সংখ্যা কম নয়। তারকারা ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এখন শরণাপন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের। এর সাহায্যে ভক্তরা জানতে পারছে তার প্রিয় তারকার কর্মকাণ্ড সম্পর্কে।
বলতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়েছে একটা পরিবারের মতো। যেখানে তারকারা তার ভক্তদের সঙ্গে শেয়ার করতে পারেন সব কিছু। আর নায়লার সেই পরিবারের সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানে এখন তার ফেসবুক পেইজে ভক্ত সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ।
এই বিষয়ে নায়লা আমাদেরকে বলেন, ‘সত্যি অনেক ভালো লাগছে বিষয়টি ভেবে যে এতো ভক্ত রয়েছে আমার।তাদের অনুপ্রেরণা আমাকে আরও ভালো কাজ করতে সাহায্য করবে আশা করি’।
গতকাল ফেসবুক পেইজে ১০ লাখ সদস্য হওয়ায় বন্ধুদের সঙ্গে একটা ছোট পার্টিও করে ফেলেন এই মডেল।